Let’s Start Learning All About Full Stack SEO
Full Stack SEO বলতে আসলে শুধু নামে একটু ভিন্নতা।
এটা আসলে এসেছে FULL STACK WEB DEVELOPER এই নাম থেকে। এছাড়াও, যারা কিনা ডিজিটাল মার্কেটিং এর ফুল কোর্স করান তারাও এটা ব্যবহার করে থাকেন যে FULL STACK DIGITAL MARKETING.
তো কেন FULL STACK SEO বলছি এর মানেটাই বা কি ?
চলুন একটু পুঁথিগত বিদ্যা অর্জন করা যাক:
What is Full Stack SEO?
যখন সকল ধরনের ওয়েবসাইটের এবং SEO সকল কাজ সম্পূর্ণরূপে করা হয় তাকেই বলা হয় Full Stack SEO. আর যার মধ্যে এই জ্ঞান রয়েছে সে হচ্ছে Full Stack SEO Specialist.
অর্থাৎ, যিনি FULL STACK SEO স্পেশালিস্ট হতে চান, প্রথমত তাকে সব ধরনের ওয়েবসাইট SEO করার যোগ্যতা থাকতে হবে। আর সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন এর সকল ধরনের কাজ জানা তো তার জন্য বাধ্যতামূলক।
একটা কথা হয়তো বলতেই পারেন যারা Full Stack Digital Marketing শেখায় সেখানেই তো SEO পার্ট রয়েছে সেগুলো শিখলেই তো হয়ে যায়। জি হয়ে তো যায়…
Full Stack SEO Guide For Beginners
কিন্তু, এর বাইরেও SEO এর পরিধি ব্যাপক।
আচ্ছা কি কি ধরনের ওয়েবসাইট সাধারণত হয়। মানে ওয়েবসাইট তো অনেক রয়েছে, কিন্তু মেইন যেগুলো বেশি ব্যবহার করা হয় SEO এর জন্য সেগুলো হচ্ছে:
- Blog Website
- Newspaper Website
- Affiliate Marketing Website
- E-commerce Website
- Service-related Website
- Agency/Company Website
- Personal Portfolio Website
- Restaurants Website
- Local Business Website
আসলে এই ক্ষুদে লিস্ট দেখে বুঝতেই পারছেন কেন বলেছি SEO এর পরিধি ব্যাপক।
আর ছয় মাসের ডিজিটাল মার্কেটিং কোর্সে এত SEO শেখায় না। কেননা, যদি SEO নিয়েই আলোচনা করি তবে একটা কোর্স ৬ মাস থেকে এক বছর চলে যাবে।
কি বিশ্বাস হচ্ছে না?
তাহলে চলুন দেখে নেই SEO এর গুরুত্বপূর্ণ কিছু বিষয়
- SEO Fundamental
- Search Engine Optimization Strategies
- Niche & Keyword Research
- Website Creation (সাধারত WordPress দিয়ে সব ওয়েবসাইট বানানো যায়। তাই বলবো Full Stack SEO Specialists হতে হলে WordPress টাও শেখা জরুরি)
- Content Strategy & Planning
- Copywriting
- Content Writing (এই পার্টকে অনেকেই অবহেলা করে। তবে এটা জানা বাধ্যতামূলক)
- Content Optimization
- On-Page SEO
- Off-Page SEO (এটার পরিধি অনেক বড়)
- Technical SEO
- E-commerce Website SEO
- Blog & Newspaper Website SEO
- Personal & Portfolio SEO
- Agency & Service Related Website SEO
- Local SEO (GMB Optimization)
- Search Engine Ranking Factors & Strategies
- YouTube SEO
(কিছু বাদ গেলে বইলেন, আপাদত মাথায় এগুলোই আছে)
আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি,
এই বিষয়গুলো নিয়ে যদি আপনি ধারণা রাখেন, ভাল কাজ জানেন এবং সকল ধরনের ওয়েবসাইট সার্চ ইঞ্জিনে র্যাংক ও অরগানিক ট্রাফিক বাড়াতে পারেন, তবে আপনাকে SEO তবে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ।
কিন্তু নিয়মিত পরিশ্রম করতে হবে ও সার্চ ইঞ্জিনের সাথে নিজেকেও আপডেট রাখতে হবে।
আশা করি Full Stack SEO নিয়ে সম্যক ধারণা পেয়েছেন।
ইনশাআল্লাহ পরবর্তীতে আবারো কথা হবে ভিন্ন কোনো টপিক নিয়ে।
এখনই আমাদের কমিউনিটিতে জয়েন করুন ও প্রতিনিয়ত নিজের স্কিল ও নিজেকে গড়ে তুলুন…
ধন্যবাদ…